চীনে ডেল্টা-ওমিক্রনের দাপটে রেকর্ড সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক

ওমিক্রন
ফাইল ছবি

চীনের অন্তত ১৮টি প্রদেশে ডেল্টা ও ওমিক্রন ধরনের দাপটে সংক্রমণের ‘ক্লাস্টার’ ধরা পড়েছে। করোনা
ভাইরাস সংক্রমণ বাড়ায় এরইমধ্যে শাংহাইয়ে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন প্রায় তিন হাজার ৪০০ জন। এটি রেকর্ড। ২০২০ সাল থেকে দেশটিতে এই গতিতে কখনো করোনা বাড়েনি। এতে নতুন করে উদ্বেগ দেখা দিচ্ছে চীনে।

universel cardiac hospital

মূলত গত একদিনের মধ্যে গোটা চীনে করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

চীনের লাখ লাখ মানুষের দিন কাটছে লকডাউনে ঘরবন্দি হয়ে।

প্রযুক্তি ক্ষেত্রের অন্যতম প্রাণকেন্দ্র শেনঝেন থেকে শুরু করে দেশের উত্তর-পূর্বের একাধিক শহর জুড়ে বলবৎ রয়েছে লকডাউন। উত্তর-পূর্বে সংক্রমণের কেন্দ্র জিলিন শহরে সোমবার আংশিক লকডাউন ছিল।

উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ইয়ানজির প্রায় সাত লাখ বাসিন্দাকে সারাদিন ঘরবন্দি থাকতে হয়েছে। আরও অন্তত তিনটি ছোট শহর মার্চের গোড়া থেকেই তালাবদ্ধ।

২০১৯ সালের শেষে চীনেই প্রথম ধরা পড়ে করোনা ভাইরাস। সেই থেকে ক্রমাগত লকডাউন, কড়াকড়ি, গণহারে করোনা পরীক্ষা করানোর মতো নানা পদক্ষেপ নিয়ে এসেছে চীন।

শেয়ার করুন