রাশিয়ার সঙ্গে আলোচনা সফল হতে আরও সময় লাগবে : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : ইন্টারনেট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা আরও বাস্তবসম্মত হয়ে উঠতে শুরু করেছে। তবে সফলতার জন্য আরও সময় প্রয়োজন।

বুধবার রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ৫ম দফা আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগেই এক ভিডিওবার্তায় জেলেনস্কি এসব কথা বলেন। খবর রয়টার্স ও আলজাজিরার।

ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা করছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে যে আশা করা হয়েছিল তার চেয়ে যুদ্ধ হয়তো আরও আগেই শেষ হবে। রাশিয়া জোর করে ইউক্রেনের সরকারকে হটিয়ে নতুন সরকারকে বসানোর চিন্তা থেকে সরে আসবে এবং ইউক্রেনে নতুনভাবে সেনা মোতায়েন থেকে বিরত থাকবে বলে আশা করা হচ্ছে।

জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের এ আলোচনা অব্যাহত থাকবে। আমি মনে করছি পূর্বের অবস্থার থেকে বর্তমান অবস্থা আরও ভালো হচ্ছে এবং আলোচনা বাস্তবসম্মত হয়ে উঠছে।

এদিকে বুধবারও ভিডিও লিঙ্কের মাধ্যমে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধিদের আলোচনা চলার কথা রয়েছে।

শেয়ার করুন