বিশ্বজুড়ে করোনায় আরও ৫ হাজার ২৮৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় মৃত্যু
করোনায় মৃত্যু। ছবি : সংগৃহীত

মহামারি করোনা ভাইরাসে বিশ্বে দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৫ হাজার ২৮৪ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৪৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৮০ হাজার ১৮২ জনে।

এসময়ে বিশ্বজুড়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ লাখ ২৩ হাজার ৭৩৪ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত বেড়েছে এক লাখ ৩৮ হাজার ২৬৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ১৪৫ জনে।

universel cardiac hospital

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান ৫ হাজার ২৩৭ জন। এসময়ে বিশ্বজুড়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হন ১৬ লাখ ৮৫ হাজার ৪৭০ জন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮টায় করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরেই রাশিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও জার্মানির মতো দেশগুলোর অবস্থান।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন চার লাখ ৭২৫ জন এবং মারা গেছেন ১৬৪ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৭৬ লাখ ২৯ হাজার ২৭৫ জন আক্রান্ত এবং ১১ হাজার ৫২ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৫০৮ জন এবং মারা গেছেন ৯৮২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৬০২ জন শনাক্ত এবং মারা গেছেন ৯ লাখ ৯৪ হাজার ৭৩৯ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫৭৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৫১৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪৩৮ জন এবং মৃত্যু হয়েছে তিন লাখ ৬২ হাজার ৪৭৮ জনের।

জার্মানিতে গত একদিনে শনাক্ত হয়েছেন দুই লাখ ৭৫ হাজার ৮০৭ জন এবং মারা গেছেন ২৯৮ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৫৪৫ জন শনাক্ত এবং মারা গেছেন এক লাখ ২৬ হাজার ৮৩০ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৫৪ জন এবং নতুন শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ৭৬৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত দুই কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ৩৯ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৫৬ হাজার ৩ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন দুই হাজার ১৪৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন চার কোটি ৩০ লাখ ১ হাজার ৮৪ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১৬ হাজার ১৬২ জন।

তুরস্কে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ হাজার ৩৪৫ জন এবং মারা গেছেন ১১৮ জন। একই সময়ে ইতালিতে আক্রান্ত ৭২ হাজার ৭৫৬ জন ও মারা গেছেন ১৩৭ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত ১৩ হাজার ১৮ জন এবং মারা গেছেন ২৩০ জন।

ফ্রান্সে গত একদিনে নতুন আক্রান্ত এক লাখ ৮ হাজার ৮৩২ জন এবং মারা গেছেন ১৭৩ জন। দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৪৪৭ জন করোনায় আক্রান্ত এবং এক লাখ ৪০ হাজার ৬১৩ জন মারা গেছেন। জাপানে গত একদিনে নতুন শনাক্ত ৫০ হাজার ৭৮১ জন এবং মারা গেছেন ১৮০ জন।

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯১ হাজার ১৪৫ জন এবং মারা গেছেন ১৫৩ জন। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৯৯ লাখ ১১ হাজার ১৫৫ জন শনাক্ত এবং এক লাখ ৬৩ হাজার ২৮৪ জন মারা গেছেন।

শেয়ার করুন