ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্বকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে যে, রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।
এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর বিবিসির।
জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হোক। তিনি ইউক্রেনের জন্য আরও অস্ত্র এবং দেশের আকাশের ওপর ‘নো ফ্লাই-জোন’ বাস্তবায়নের আহ্বান জানান।
জেলেনস্কি জানান, রাশিয়ার সঙ্গে আলোচনা সফল হওয়ার ক্ষেত্রে তার শর্ত হলো ইউক্রেনের জন্য ‘প্রকৃত সুরক্ষা’ নিশ্চিত করা।
তিনি বলেন, আলোচনায় আমার শর্ত একেবারেই পরিষ্কার। এগুলো হলো— যুদ্ধ বন্ধ করতে হবে, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা পুনরুদ্ধার ও দেশের জন্য প্রকৃত সুরক্ষা নিশ্চিত করা।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা। ইতো মধ্যে পূর্ব ইউরোপের দেশটির বেশ কিছু শহর দখলে নিয়েছে মস্কো। এ ছাড়া বেশ কিছু শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে।