ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে রাশিয়া: যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণ নেওয়া রাশিয়ার অন্যতম প্রধান লক্ষ্য, কিন্তু তা করতে মস্কো ব্যর্থ হচ্ছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটাই দাবি করেছে। আজ রোববার বিবিসি লাইভে এসব তথ্য জানানো হয়।

চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবশেষ গোয়েন্দা তথ্যে বলা হয়, ইউক্রেনের আকাশসীমার নিয়ন্ত্রণ নিতে রাশিয়া এখন পর্যন্ত ব্যর্থ। তারা মূলত নিজেদের আকাশসীমা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রসহ অন্য দূরপাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, সংঘাত শুরুর দিনগুলোতে ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণ করা ছিল রাশিয়ার প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি। কিন্তু রাশিয়া তার এই লক্ষ্য অর্জনে ক্রমাগতভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা তাদের অভিযানের অগ্রগতিকে উল্লেখযোগ্যভাবে নিস্তেজ করে দিয়েছে।

তিন সপ্তাহের বেশি সময় ধরে ইউক্রেনে রুশ হামলা চলছে। ইউক্রেনে হামলার প্রথম ৩ সপ্তাহে ১৪ হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি কিয়েভের। তবে পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থার তথ্য অনুসারে, এই সংখ্যা প্রায় সাত হাজার।

ইউক্রেনে বিশেষ ধরনের অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শনিবার জানিয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ইভানো-ফ্রানকিভস্ক অঞ্চলে একটি অস্ত্র সংরক্ষণাগারে তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মারিউপোল শহরের কেন্দ্রে পৌঁছেছেন রুশ সেনারা। এ শহরের সড়কে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। এতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবার আলোচনার ডাক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান তিনি। জেলেনস্কি বলেন, এখন সাক্ষাতের সময়, এখন আলোচনার সময়।

শেয়ার করুন