ভারতের মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ভারত ও বাংলাদেশের মেয়েদের লড়াই
ভারত ও বাংলাদেশের মেয়েদের লড়াই। সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ৪ রানে হেরে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তীরে গিয়ে তরী ডোবার সেই দুঃখ ভুলে ভারতের বিপক্ষে আজ জয়ের স্বপ্ন দেখেছে বাংলাদেশ।

মঙ্গলবার ভোরেই ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচের আগে অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘আমরা এ মুহূর্তে পরের ম্যাচটি নিয়ে ভাবছি। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারটা খুব হতাশার। কিন্তু আমাদের আরও তিনটি ম্যাচ আছে। মনোযোগ সেদিকেই দিতে চাই।’

universel cardiac hospital

আজ শুরুটা দারুণ হয়েছিল ভারতের। চার-ছক্কার ফুলঝুঁড়ি ছুঁটাচ্ছিলেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা। এরপর রিতু মণির এক ওভারেই ঘুরে যায় ম্যাচের মোড়। দুই ওপেনারকেই সাজঘরে ফেরত পাঠান তিনি। তারপর ভারতের মেয়েদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে লড়ছে বাংলাদেশের মেয়েরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে ভারত। এর আগে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারা।

ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন ভারতের দুই ওপেনার। মারমুখী শেফালি ভার্মা জাহানারা আলমের এক ওভারেই হাঁকান তিন চার। ম্যাচের নিয়ন্ত্রণ যখন ধীরে ধীরে ফসকে যাচ্ছে তখনই বাংলাদেশকে খেলায় ফেরান নাহিদা আক্তার।

তার শট বল পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন স্মৃতি মান্দানা। ৩ চারে ৫১ বলে ৩০ রান করেন তিনি। পরের ওভারের তৃতীয় বলেই ভয়ঙ্কর হতে থাকা শেফালিকে ফেরান রিতু মণি। সামান্য বিরতিতে দলীয় সংগ্রহ যখন ১৬২/৪, তখন রিচা ঘোষকে ফেরান নাহিদা আক্তার। রিতু ও নাহিদা এ পর্যন্ত ২টি করে উইকেট লাভ করেছেন।

শেয়ার করুন