মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে চার হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর এই সংখ্যা কিছুটা বেশি। আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান চার হাজার ৬৭১ জন।
এদিকে নতুন করে আরও ১৬ লাখ ৯৪ হাজার ৩১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ১৭ লাখ ৯৫ হাজার ৮৬৬ জনে। ফলে আগের দিনের তুলনায় নতুন রোগী শনাক্ত কমেছে এক লাখেরও বেশি।
এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৩৩ হাজার ২০ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ কোটি ৭৭ লাখ ৫১ হাজার ৮৮৯ জনে।
শুক্রবার (২৫ মার্চ) সকাল ৯টা ১৭ মিনিটে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসে আপডেট করা সর্বশেষ তথ্যে এটি পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে তিন লাখ ৯৫ হাজার ৫৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৪৭০ জন, যা দৈনিক প্রাণহানিতে দ্বিতীয়।
অপরদিকে বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬৪৯ জন। দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৭০৭ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৯৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ২ হাজার ২৬৯ জনের।
দৈনিক প্রাণহানিতে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে নতুন করে মারা গেছেন ৪১৮ জন এবং করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৩৮৭ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৮ জন। আর মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৬৬ হাজার ২২০ জনের।
এরপর দৈনিক মৃত্যুর এ তালিকায় রাশিয়ার পর ব্রাজিল, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, হংকং ও যুক্তরাজ্য রয়েছে।
ব্রাজিলে একদিনে ৩০০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৬৯০ জন। জার্মানিতে একদিনে করোনায় মারা গেছেন ২৬১ জন। দেশটিতে এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৫ হাজার ৫৯২ জনের।
তবে মোট শনাক্তের তালিকায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পর অবস্থান করছে ভারত। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে চার কোটি ৩০ লাখ ১৬ হাজার ১৪৯ জনে। তবে করোনায় মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশটি। করোনায় দেশটিতে মারা গেছেন ৫ লাখ ১৬ হাজার ৭৮৫ জন।
মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ লাখ ৫৮ হাজার ৩৬৭ জন। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৬৮১ জন।