পুঁজিবাজারে বস্ত্রখাতের ২৯ কোম্পানির বিনিয়োগ কমেছে

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে বিনিয়োগ কমেছে বস্ত্রখাতের ২৯টি কোম্পানির। তালিকাভুক্ত ৫৮ কোম্পানির মধ্যে তথ্য হালনাগাদ করেনি ৩টি। ২৩টির বিনিয়োগ বেড়েছে আর বাকিগুলো স্থিতিশীল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে কোম্পানিগুলোর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের এই চিত্র পাওয়া গেছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমা ২৯ কোম্পানির মধ্যে আমান কটনের জানুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১০.৮৩ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ০.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০.৫৯ শতাংশে। একই সময়ে বিদেশি বিনিয়োগ ০.১০ শতাংশ থেকে ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.০৯ শতাংশে।

সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে মালেক স্পিনিংয়ের। জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭.৫১ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ৬.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১.১৬ শতাংশে।

অলটেক্স ইন্ডাস্ট্রিজের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৮৩ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ৪.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০.৮৩ শতাংশে।

আনলিমাইয়ার্ন ডাইংয়ের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৬.৪৩ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ০.৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫.৭৪ শতাংশে।

এপেক্স স্পিনিংয়ে জানুয়ারি মাসে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকের বিনিয়োগ ছিল ৫৫.৯২ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ১.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪.২৪ শতাংশে। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.৫৩ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ৪.৭৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬.৭৪ শতাংশে।

ঢাকা ডাইংয়ের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.৯৩ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ১.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭.২৩ শতাংশে।

দেশ গার্মেন্টসের জানুয়ারি মাসে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকের বিনিয়োগ ছিল ৫৫.৪৮ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ০.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪.৯৯ শতাংশে।

দুলামিয়া কটনের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪.৯৪ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ০.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.৫০ শতাংশে।

এনভয় টেক্সটাইলের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪৯.০৫ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ০.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮.৫০ শতাংশে।

এস্কয়ার নিট কম্পোজিটের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৮.৬৯ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ০.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮.০২ শতাংশে।

ফারইস্ট নিটিংয়ের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.১৭ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.০৯ শতাংশে।

হামিদ ফেব্রিক্সের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.৫২ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ৩.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯.১২ শতাংশে।

এইচআর টেক্সটাইলের জানুয়ারি মাসে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকের বিনিয়োগ ছিল ৫০.৬৪ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫০.৬৩ শতাংশে। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৬.৩২ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ১.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.৬৯ শতাংশে।

ম্যাকসন্স স্পিনিংয়ের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭.২৮ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ৩.৯৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩.৩১ শতাংশে।

মতিন স্পিনিংয়ের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪৬.৭৬ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ৩.৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩.২৭ শতাংশে।

মেট্রো স্পিনিংয়ের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৫১ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ৩.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১.২৫ শতাংশে।

মোজাফফর হোসেন স্পিনিং মিলসের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.০৫ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ১.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯.৮৪ শতাংশে।

মিথুন নিটিংয়ের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭.০৯ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭.০৭ শতাংশে।

মুন্নু ফেব্রিক্সের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.৮৮ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩.৭৭ শতাংশে। একই সময়ে বিদেশি বিনিয়োগ ১.৪৮ শতাংশ থেকে ফেব্রুয়ারিতে ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৫১ শতাংশে।

প্যাসিফিক ডেনিমসের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৪৭ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ১.৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২.৭৫ শতাংশে।

প্রাইম টেক্সটাইলের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১১.৪৫ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ২.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯.৩৩ শতাংশে।

কুইন সাউথ টেক্সটাইলের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৬.৬৫ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ৫.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১.৬৪ শতাংশে।

সাফকো স্পিনিংয়ের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৮৬ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ৫.৮৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ শতাংশে।

সায়হাম কটনের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.০৪ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২.৭২ শতাংশে।

সায়হাম টেক্সটাইলের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.৩৭ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ০.৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯.৮৪ শতাংশে।

শেফার্ড ইন্ডাস্ট্রিজের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.৩৫ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ০.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯.৬৭ শতাংশে।

তশরিফা ইন্ডাস্ট্রিজের জানুয়ারি মাসে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকের বিনিয়োগ ছিল ৪৮.১৭ শতাংশ, যা ফেব্রুয়ারিতে১.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৭.১২ শতাংশে। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৪.৮৫ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ০.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪.৪৩ শতাংশে।

জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.১৭ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২.১৫ শতাংশে।

ভিএফএস থ্রেড ডাইংয়ের জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১০.৭৫ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ১.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯.৭৪ শতাংশে।

অন্যদেকি জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বিনিয়োগ বেড়েছে ২৩টি কোম্পানির। আর বিনিয়োগের তথ্য হালনাগাদ করেনি সি অ্যান্ড এ টেক্সটাইল, ফ্যামিলিটেক্স ও রিং সাইন টেক্সটাইল। একইসময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে নূরানী ডাইং, সোনারগাঁও টেক্সটাইল এবং স্টাইলক্রাফট লিমিটেডের।

শেয়ার করুন