শান্তি আলোচনার জন্য তুরস্কে ইউক্রেনের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কে ইউক্রেনের প্রতিনিধি দল
সংগৃহীত ছবি

আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছেছে ইউক্রেনের একটি প্রতিনিধি দল। সেখানে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় বসবেন তারা। এর আগেও দুদেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে তেমন কোনো অগ্রগতি হয়নি।

ডেভিড আরাখামিয়া নামে ইউক্রেনের এক আলোচক জানান, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত এই আলোচনা অনুষ্ঠিত হবে। খবর বিবিসির।

universel cardiac hospital

ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক। প্রতিনিধিরা বলছেন, তাদের শান্তি আলোচনার প্রধান লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা।

তুরস্কে মুখোমুখি এই বৈঠকের আয়োজন করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার পর এই পর্যন্ত দেশ দুটির মধ্যে যত আলোচনা হয়েছে সেগুলো ‘খুবই কাটখোট্টা’ ছিল বলে মন্তব্য করেছে ইউক্রেন।

শেয়ার করুন