সড়ক নিরাপত্তায় তিন হাজার ৭৮ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক। ফাইল ছবি

দেশের সড়ক নিরাপত্তায় ৩৫ কোটি ৮০ লাখ ডলার (তিন হাজার ৭৮ কোটি টাকা) অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। রোড সেফটি প্রজেক্টের আওতায় এই সহায়তা দেবে আন্তর্জাতিক এই সংস্থাটি।

২৮ মার্চ সোমবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে এ অনুমোদন দেওয়ার পর ২৯ মার্চ বুধবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকল্পের আওতায় এরই মধ্যে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার ও নাটোর থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ৭০ কিলোমিটার সড়কে প্রাথমিকভাবে বসানো হচ্ছে নম্বর প্লেট শনাক্তকরণ ডিভাইস। এতে দুর্ঘটনা ঘটিয়ে কোনও চালক পালিয়ে যেতে পারবেন না।

প্রকল্পটির মাধ্যমে সড়ক নিরাপত্তা পরিমাপ, উন্নত নকশা, প্রকৌশল সুবিধা, গতি প্রয়োগ, জরুরি সেবাসহ ব্যাপক সড়ক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এ পদক্ষেপে দুই মহাসড়কে ৩০ শতাংশের বেশি সড়ক দুর্ঘটনা কমবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের আওতায় অগ্রাধিকারভিত্তিতে সড়ক নিরাপত্তা উন্নয়নে পাঁচ হাজার কিলোমিটার মহাসড়ক নিরাপদ করা হবে। তথ্যের ভিত্তিতে অগ্রাধিকার বিবেচনায় বিভিন্ন ইন্টার সেকশনে ক্ষুদ্র ও মাঝারি মাত্রার পূর্ত কাজের মাধ্যমে সড়ক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করা হবে। ট্রাফিক পুলিশসহ অন্য সংস্থার ব্যবহারের জন্য স্থাপন করা হবে জাতীয় ডাটা সিস্টেম। জয়দেবপুর থেকে এলেঙ্গা ও নাটোর থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ১৪০ কিলোমিটার মহাসড়কে বসানো হবে সিসিটিভি। স্থাপন করা হবে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনসিডেন্ট ডিটেকশন সিস্টেম। এতে কেউ বেপরোয়া গাড়ি চালালে বা দুর্ঘটনা ঘটালে তা স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে।

বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, সড়ক দুর্ঘটনা স্থায়ী অক্ষমতার প্রধান কারণ ও শিশুদের মৃত্যুর চতুর্থ প্রধান কারণ। বাংলাদেশের জন্য সড়ক নিরাপত্তা উন্নত করা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও উন্নয়ন অগ্রাধিকার। সড়ক নিরাপাত্তায় অর্থায়ন করতে পেরে বিশ্বব্যাংক আনন্দিত। দক্ষিণ এশিয়ায় প্রথম বাংলাদেশে সড়ক নিরাপত্তা প্রকল্পে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

শেয়ার করুন