বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কা দল। সফরটা নিশ্চিতই ছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিক সূচি ঘোষণার। বৃহস্পতিবার (৩১ মার্চ) সেটিও জানা গেলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে দুই টেস্টের সূচি ঘোষণা করেছে।
আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে লঙ্কানরা। প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
৮ মে বাংলাদেশে পা রেখে মূল লড়াইয়ের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ১১ ও ১২ মে প্রস্তুতি ম্যাচটি হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।
এবারের সফরে শুধু দুটো টেস্টেই খেলবে শ্রীলঙ্কা। এর আগে গত বছরের মে মাসে সবশেষ বাংলাদেশ সফর করেছিল লঙ্কানরা। সেবার তিনটি ওয়ানডে খেলেছিল দল দুটি।
বাংলাদেশ দল এখন খেলছে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে। ডারবান টেস্টের প্রথম দিনে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে মুমিনুল হকরা। দক্ষিণ আফ্রিকা সফর শেষে তাদের পরবর্তী মিশন হবে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে এই টেস্ট সিরিজ।
টেস্টের সূচি:
১৫-১৯ মে: প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৩-২৭ মে: দ্বিতীয় টেস্ট, শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা