বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নতুন খতিব নিয়োগ পাচ্ছেন গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক (মুহতামিম) হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।
ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ন্যান্সের গভর্নর এই আলেমকে খতিব নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা নাগাদ প্রজ্ঞাপন জারি হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর গত ৩ ফেব্রুয়ারি মারা যান। তার স্থলাভিষিক্ত হলেন মুফতি রুহুল আমিন।
কওমি আলেম-উলামার দাবির পরিপ্রেক্ষিতে সরকার কওমি মাদরাসার সনদের যে স্বীকৃতি দিয়েছে এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোপালগঞ্জ টুঙ্গীপাড়ার জামেয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম মাদরাসার (গওহরডাঙ্গা মাদরাসা) মুহতামিম রুহুল আমিন। তিনি বিশিষ্ট আলেম আল্লামা শামছুল হক ফরিদপুরীর (রহ.) ছোট ছেলে।
কওমি মাদরাসার সনদের স্বীকৃতির পর ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে মুফতি রুহুল আমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করেন। তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।