দুই বছরের মধ্যে সর্বনিম্ন করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত হয়ে মৃতের দাফন
ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩৬ জন। মহামারি শুরুর পর দুই বছরের মধ্যে এটি সর্বনিম্ন শনাক্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, ৪ এপ্রিল সকাল ৮টা থেকে ৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত করোনায় কারও মৃত্যু হয়নি।

মহামারি শুরুর বছরে অর্থাৎ ২০২০ সালের ৬ এপ্রিল সর্বনিম্ন ৩৫ জন শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

নতুন শনাক্ত হওয়া ৩৫ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৩৬টি নমুনা সংগৃহীত হয়েছে। আর নমুনা পরীক্ষা হয়েছে ৬ হাজার ৮৮৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ, যা আগের দিন ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ৫৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৯০ হাজার ৪৩৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৬৯ হাজার ১১১টি।

নমুনা পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮৯৯ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জন।

করোনায় আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ১২৩ জন মারা গেছেন।

শেয়ার করুন