ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মোড়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জনকে চাপা দিয়ে মহাসড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাউতলী মোড়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে এক পথচারী নারী নিহত হয়েছেন। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।
আহত ৪ জন হলেন—ইজিবাইকচালক সাদ্দাম হোসেন, যাত্রী পারভেজ মিয়া, মোটরসাইকেল আরোহী জিয়াউর রহমান ও মুদি দোকানি রায়হান মিয়া।
এমরানুল ইসলাম আরও বলেন, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রবেশ মুখে কাউতলী মোড় এলাকার এন্ডারসন সেতু পেরিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারায়। অনিয়ন্ত্রিত বাসটি দুটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল এবং এক নারী পথচারীকে চাপা দিয়ে মহাসড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পথচারী নারীকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরে বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে, বলেন এমরানুল ইসলাম।