পোর্ট এলিজাবেথ টেস্ট : বোলারদের চ্যালেঞ্জ প্রথম দু’ঘণ্টা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ টেস্ট দল
ফাইল ছবি

পোর্ট এলিজাবেথের সেইন্ট জর্সেস পার্কের উইকেট ব্যাটিং সহায়ক। দ্বিতীয় টেস্টের প্রথম দিন প্রথম ইনিংসে প্রোটিয়াদের ব্যাটিং দেখে ওই ধারণাই মিলেছে। উইকেট অনুযায়ী, প্রথম দিন রানের লাগাম একেবারে ছেড়ে দেয়নি বাংলাদেশ। শুরুর পাঁচ ব্যাটারকেও ফিরিয়েছে। আজ শনিবার আবার খেলা শুরু হয়েছে। দিনের শুরুতে বাংলাদেশ দলের বোলাররা বেশ হিসেব করেই বোলিং করছেন।

তবে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৭৮ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ও শেষ এই টেস্টে পিছিয়ে নেই মোটেও। তারা রান পাহাড়ের দিকে যাবে নাকি প্রথম ইনিংসের রান বাংলাদেশ নাগালের মধ্যে রাখতে পারবে তা নির্ভর করছে দ্বিতীয় দিনের প্রথম দু’ঘণ্টার ওপর।

universel cardiac hospital

প্রথম দিন দক্ষিণ আফ্রিকার ডিন এলগার, টেম্বা বাভুমা ও কেগান পিটারসন ফিফটি করে আউট হয়েছেন। সেট হয়ে বড় সংগ্রহের পথে হাঁটছিলেন তারা। যেকেউ করতে পারতেন সেঞ্চুরি। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়ে তাইজুল-খালেদ তাদের ৭০ রানের বৃত্তে আটকেছেন।

রায়ান রিকেলটনও ছিলেন সেট ব্যাটার। তাকেও তুলে নিতে পেরেছে সফরকারীরা। দ্বিতীয় দিন সকালে শুরু করবেন উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরাইনে (১০) এবং ওয়ান মুলদার (০)। তাদের কেউই সেট নন। তবে ভেরাইনে বিশেষজ্ঞ ব্যাটার। সাদা বলের ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিং করেন তিনি। বড় হুমকি হয়ে উঠতে পারেন এই ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার এই দলের লেজের শক্তি বেশ ভালো। ওয়ান মুলদার, কেশব মহারাজ, সিমন হারমাররা ভালোই ব্যাটিং করতে পারেন। প্রথম টেস্টের দুই ইনিংসেও তারা টুকটাক রান পেয়েছেন। দ্বিতীয় টেস্টে আজ শেষ পাঁচ ব্যাটারকে যত দ্রুত বাংলাদেশ ফেরাতে পারবে ম্যাচে বাংলাদেশের অবস্থান তত শক্ত হবে।

শেয়ার করুন