তিউনিসিয়ায় ভূমধ্যসাগর উপকূলে নৌকাডুবির ঘটনায় আফ্রিকার অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যারা সবাই অভিবাসনপ্রত্যাশী ছিলেন।
এ ঘটনায় ১৯ জনকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। তিউনিসিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর এসফ্যাক্সের উপকূলে ওই দুর্ঘটনায় ১০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন।
বিচার বিভাগের কর্মকর্তা মওরাদ তুর্কি শনিবার বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মৃতদের মধ্যে চারজন নারী ও চার জন শিশু রয়েছে।
সাম্প্রতিক সময়ে তিউনিসিয়া ও লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের ভিড় ক্রমাগত বাড়ছে। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য ও করোনা মহামারির অভিঘাতে চরম আর্থিক সঙ্কটে পড়া অসহায় নাগরিকরা ইউরোপের দিকে ছুটছেন।