বাংলা না জানায় রাজনীতিতে আসতে পারেননি রেহমান সোবহান

নিজস্ব প্রতিবেদক

সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। ছবি : সংগৃহীত

রাজনীতিতে যোগদানের প্রচণ্ড আগ্রহ ছিল সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের। তবে বড় বাধা ছিল ভাষা। বাংলা ভাষা ঠিকমত না জানার কারণে রাজনীতিতে আসতে পারেননি তিনি।

গতকাল শনিবার অধ্যাপক রেহমান সোবহানের জীবনী গ্রন্থ ‘আনট্রাঙ্কুয়িল রিকালেকশনস: পলিটিক্যাল ইকোনোমি অব ন্যাশন বিল্ডিং ইন পোস্ট লিবারেশন বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক আবদুল বায়েস। উন্মোচন গ্রন্থের পর্যালোচনার এক পর্যায়ে এ তথ্য জানান তিনি।

universel cardiac hospital

আবদুল বায়েস বলেন, কর্মজীবনে রাজনৈতিক অর্থনীতির বিভিন্ন বিষয়ে কাজ করেছেন ড. রেহমান সোবহান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে আড়াই বছর পরিকল্পনা কমিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। রাজনীতিতে যোগদানের আগ্রহ ছিল তার। তবে ভাষা ঠিকমত বলতে পারেননি তিনি। এটাই ছিল বড় বাধা। এ গ্রন্থে সে কথা স্বীকারও করেছেন অধ্যাপক রেহমান সোবহান।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক রেহমান সোবহানের স্ত্রী এবং সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক রওনক জাহান। বইয়ের ওপর আলোচনা করেন, সংবাদ বিশেষজ্ঞ ড. কামাল হোসেন, অধ্যাপক রেহমান সোবহান, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহামান প্রমুখ।

শেয়ার করুন