শাহবাজ শরিফকে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

মত ও পথ ডেস্ক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। সংগৃহীত ছবি

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গণতান্ত্রিক পাকিস্তান গুরুত্বপূর্ণ।’ শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পরই এ মন্তব্য করেন তিনি। খবর জিও নিউজের।

হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সাকি বলেন, ‘সাংবিধানিক গণতান্ত্রিক মূল্যবোধের শান্তিপূর্ণ পুনর্বহাল আমরা সমর্থন করি। আমরা একটি রাজনৈতিক দলের ওপর আরেকটি দলকে সমর্থন করি না।’

universel cardiac hospital

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশেষ করে আইনের শাসনের মূল্যবোধ ও আইনে ন্যায়বিচার পাওয়ার সমতাকে সমর্থন করে।’

সাকি আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে দীর্ঘ মেয়াদের সহযোগিতাকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। সমৃদ্ধ ও গণতান্ত্রিক পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। ক্ষমতায় যে-ই থাকুক না কেন, এ অবস্থান অপরিবর্তিত থাকে।’

শেয়ার করুন