এবারও হচ্ছে না জব্বারের বলীখেলা

চট্টগ্রাম প্রতিনিধি

এবারও হচ্ছে না চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলা ও মেলা। মহামারি করোনার কারণে গত দুই বছর ধরে বন্ধ রয়েছে বলীখেলা ও মেলা। তবে এ বর্তমানে করোনার ভয়াবহতা কমে এলেও যেখানে খেলার আয়োজন করা হয় নগরীর সেই লালদীঘির মাঠ উন্মুক্ত না হওয়ায় বলীখেলা ও মেলা আয়োজন করা যাচ্ছে না।

আজ বুধবার দুপুরের দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০১৯ সালে জব্বারের বলীখেলা ও মেলার ১৯০তম আসর বসেছিল। প্রতি বছর ১২ বৈশাখ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিন্তু করোনার প্রাদুর্ভারে কারণে গত ২০২০ ও ‘২১ সালে এই প্রতিযোগিতার আয়োজন করা যায়নি। আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি ১১০ বছর ধরে এই বলীখেলা চট্টগ্রামের লালদীঘির মাঠে আয়োজন করে আসছে।

জব্বারের বলীখেলা উপলক্ষে যে মেলা বসে তাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ক্ষুদ্র ব্যবসায়ী নানা পসরা নিয়ে আসেন। চট্টগ্রাম ও আশেপাশের জেলার লোকেরা মেলা থেকে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যসামগ্রী সংগ্রহ করেন।

শেয়ার করুন