চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের বালুরটাল এলাকার একটি খালে পড়ে যাওয়া এক নারীকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ওই নারীকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশন।
উদ্ধার হওয়া নারীর বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর। উদ্ধারের পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বাহার উদ্দিন বলেন, স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে এক নারীর খালে পড়ে যাওয়ার বিষয়টি জানান। পরে তা ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। ওই নারীর প্রায় গলা পর্যন্ত খালের কাদায় ডুবে গিয়েছিল। তাঁকে দ্রুত উদ্ধারের পর চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
বাহার উদ্দিন বলেন, ওই নারী তাঁর নাম-ঠিকানা কিছুই জানাতে পারেননি। তাঁকে কিছুটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। তবে স্থানীয় লোকজন তাঁকে কখনো এলাকায় দেখেননি।