ডেন্টালে ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল, এক আসনের বিপরীতে ১২১ জন

নিজস্ব প্রতিবেদক

সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ বছর প্রতি আসনের বিপরীতে ১২১ জন শিক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশ নেবেন। গত বছর প্রতি আসনের বিপরীতে ছিলেন ৯৭ জন শিক্ষার্থী।

গত ২০ মার্চ ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়। এই কার্যক্রম চলে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ১৭ এপ্রিল থেকে প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়ে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে।

জানা গেছে, এ বছর বিভিন্ন ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট মিলে মোট আসন রয়েছে ৫৪৫টি। এর বিপরীতে বিডিএস কোর্সে ভর্তির জন্য ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন। ফলে প্রতি আসনের বিপরীতে ১২০ দশমিক ৯৩ জন শিক্ষার্থী এবার ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব গণমাধ্যমকে জানান, এবার ডেন্টালে ভর্তি পরীক্ষার জন্য প্রায় ৬৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। যা গত শিক্ষাবর্ষের তুলনায় অনেক বেশি।

শেয়ার করুন