আবার মেলার উৎসবে মেতেছে ২৭৮ বছরের পুরোনো মন্দির

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর পৌরসভার বিলাসখান শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা ঠাকুরনী মন্দিরটি ২৭৮ বছরের পুরোনো। বৈশাখ উপলক্ষে প্রতিবছর এ মন্দিরে মেলা বসার ঐতিহ্য দীর্ঘদিনের। তবে করোনাভাইরাসের কারণে গত দুই বছর এ ঐতিহ্যে ছেদ পড়ে।

করোনা পরিস্থিতি এর মধ্যে নিয়ন্ত্রণে আসায় মন্দিরের প্রাঙ্গণে আবারও বসেছে মেলা। উৎসবে মেতেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। পূজা-অর্চনায় বিশ্ববাসীর মঙ্গল কামনা করছে তারা।

universel cardiac hospital

স্থানীয় লোকজন জানান, শরীয়তপুর পৌরসভার ২ নন্বর ওয়ার্ডের বিলাসখান গ্রামে বাংলা ১১৫১ সালে প্রতিষ্ঠা করা হয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা ঠাকুরনীর মন্দির। ওই মন্দিরের প্রাঙ্গণে প্রতিবছর পূজা-অর্চনার পাশাপাশি হিন্দু পঞ্জিকা অনুযায়ী পয়লা বৈশাখে মেলা বসে।

২০২০ সালে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে মেলা বন্ধ করে দেওয়া হয়। তখন স্বাস্থ্যবিধি মেনে শুধু পূজা-অর্চনা করেছে পুণ্যার্থীরা। এ বছর করোনাভাইরাসের প্রকোপ কমে আসার কারণে মন্দির কমিটি আবার মেলার আয়োজন করেছে।

আজ শুক্রবার সকালে মন্দির প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন শরীয়তপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই। এ সময় উপস্থিত ছিলেন এনডিসি সাইফুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর বিল্লাল হোসেন। মেলা চলবে সোমবার পর্যন্ত। এ বছর রমজানের কারণে বিকেল পাঁচটার মধ্যে মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

প্রথম দিন পুণ্যার্থীরা কালীপূজা, মহাদেবপূজা ও শিতলাপূজা দেওয়ার জন্য মন্দির প্রাঙ্গণে জড়ো হয়। মেলায় শিশুদের বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন খেলার আয়োজন রাখা হয়েছে। মাটির খেলনা, শোপিচ, তৈজসপত্র, গ্রামীণ ঐতিহ্যের নানা সামগ্রীর পসরা নিয়ে বসেছেন দোকানিরা।

শেয়ার করুন