দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৩৪১ জনের প্রাণহানি

মত ও পথ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলের উপকূলীয় একটি প্রদেশে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৩৪১ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে কোয়াজুলু-নাটাল প্রদেশে এ বন্যা শুরু হয়। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। আজ শুক্রবার আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

universel cardiac hospital

কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রধান সিহলে জিকালালা বলেন, বন্যায় ৪০ হাজার ৭২৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৩৪১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা দুঃখজনক।

প্রাদেশিক প্রধান আরও বলেন, ‘ক্ষয়ক্ষতির মাত্রা আমরা নিশ্চিত করতে পারি। হিসাব এখনো চলছে। ক্ষয়ক্ষতি কয়েক বিলিয়ন র‍্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) ছাড়িয়ে যেতে পারে। এই বন্যা এই প্রদেশ এবং সম্ভবত আমাদের দেশের ইতিহাসে নজিরবিহীন দুর্যোগ সৃষ্টি করেছে।’

শেয়ার করুন