নওগাঁয় স্কুলে হিজাব নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পালের মামলায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন- মহাদেবপুর উপজেলার কিউ এম সাঈদ (৫০) ও সামসুজ্জামান মিলন (৩৮)।
আমোদিনী পালের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামিনুল ইসলাম বলেন, অভিযান অব্যাহত রয়েছে। পলাতক থাকায় অন্য আসামিদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, শুক্রবার সকালে উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পাল বাদী হয়ে একটি মামলা করেছেন।
মামলায় তাঁর বিরুদ্ধে হিজাব নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত, তাঁকে সামাজিকভাবে হেয় করা ও বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বিদ্যালয়ে হামলার অভিযোগে করেছেন তিনি। পাঁচজনের নামোল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জনকে ওই মামলার আসামি করা হয়েছে।