দেশে রেকর্ড ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ
ফাইল ছবি

আজ শনিবার (১৬ এপ্রিল) দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এদিন রাত ৯টায় দেশে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে।

পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

universel cardiac hospital

তিনি বলেন, শনিবার রাত ৯টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। আমরা উৎপাদনও করেছি ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। এই মুহূর্তে ২২ হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করার ক্ষমতা রয়েছে আমাদের। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না বলেও দাবি তার।

এর আগে গত সপ্তাহের মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৯টায় দেশে সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছিল।

তারও আগে ৭ এপ্রিল একই সময়ে ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছিল।

শেয়ার করুন