কিয়েভ যাচ্ছেন না বাইডেন: হোয়াইট হাউস

মত ও পথ ডেস্ক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাওয়ার কোনো পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেই। স্থানীয় সময় গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর বিবিসির।

গত রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তাঁর ধারণা কিয়েভ সফর করবেন বাইডেন।

universel cardiac hospital

জেলেনস্কি বলেন, অবশ্যই এটি তাঁর সিদ্ধান্ত। নিরাপত্তা পরিস্থিতির ওপরও তা নির্ভর করছে। তবে আমি মনে করি তিনি যুক্তরাষ্ট্রের নেতা। আর সে কারণে এখানকার পরিস্থিতি তাঁর দেখতে আসা উচিত।

জেন সাকি সাংবাদিকদের বলেন, আমি আবারও বলছি, প্রেসিডেন্টের যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আরও বলেন, কিয়েভে আবারও দূতাবাস সচল করার ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র।তবে এর জন্য তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি।

এ ব্যাপারে জেন সাকি বলেন, নিশ্চিতভাবেই এটি আমাদের লক্ষ্য। অবশ্যই ঘটনাস্থলে কূটনৈতিক উপস্থিতি জরুরি।

হোয়াইট হাউস বলেছে, বাইডেনের পরিবর্তে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ইউক্রেনে পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কিংবা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে পাঠানো হতে পারে।

শেয়ার করুন