হল বন্ধের ঘোষণা দিয়ে অবরুদ্ধ হলেন ঢাকা কলেজ অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান মালিক ও শ্রমিকদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে কলেজটির ছাত্রাবাস বন্ধের ঘোষণা দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন। ঘোষণার পর বিক্ষুদ্ধ ছাত্ররা অধ্যক্ষকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রেখেছেন।

আজ মঙ্গলবার বিকেলে মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের আবাসিক হলগুলো বন্ধের ঘোষণা দেন। আজ বিকেল ৫টার মধ্যে হল খালি করার নির্দেশও দেন বিজ্ঞপ্তিতে।

universel cardiac hospital

ওই নির্দেশনা প্রত্যাখ্যান করে বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা ‘শিক্ষার্থীদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, ‘ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিকেলে অধ্যক্ষের কার্যালয়ের বাইরে যখন এই বিক্ষোভ চলছিল, তখনও কলেজের সামনের রাস্তায় দোকান মালিক-শ্রমিকদের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ চলে শিক্ষার্থীদের।

শেয়ার করুন