কানাডারও নিষেধাজ্ঞা পুতিনের মেয়েদের ওপর

মত ও পথ ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা (৩৬) ও কাতেরিনা তিখোনোভার (৩৫) ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার কানাডা নিষেধাজ্ঞা দিয়েছে। দুই মেয়ে ছাড়াও পুতিনের ১৪ ঘনিষ্ঠজনের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। খবর আল–জাজিরার।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে বলেছে, ইউক্রেনে হামলা চালিয়ে সেখানে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। এ জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যার অংশ হিসেবে কানাডাও এই পদক্ষেপ নিয়েছে।

universel cardiac hospital

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইউক্রেনে অবৈধভাবে হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটিতে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব অভিযোগে পুতিনের দুই মেয়েসহ ১৪ জনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন রাশিয়ার অভিজাত ধনী ব্যক্তিও আছেন।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাজ্যও অবরোধ আরোপ করে তাদের ওপর।

শেয়ার করুন