কমলা হ্যারিস ও জাকারবার্গসহ ২৭ ব্যক্তির ওপর রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

এবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ আরও ২৭ গুরুত্বপূর্ণ মার্কিনির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং জাকারবার্গের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুধু তাই নয়, ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের একাধিক শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী এবং সাংবাদিক রয়েছেন।

universel cardiac hospital

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবেই পাল্টা পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মস্কোর এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির সামরিক ব্যক্তি, ধন কুবেরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুধু যুক্তরাষ্ট্র নয় ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, নিউ জিল্যান্ডসহ বিশ্বের অনেক দেশ রাশিয়ার ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। সম্প্রতি পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডার সরকার।

সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন