বুধবারের ৭৫টি আদেশ প্রত্যাহার করলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্ট
হাইকোর্ট। ফাইল ছবি

নির্ধারিত বিচারিক এখতিয়ারের বাইরে দেওয়া জামিন সংক্রান্ত ৭৫টি আদেশ রিকল (প্রত্যাহার) করেছেন হাইকোর্ট। আগামী রোববার (২৪ এপ্রিল) এই মামলাগুলো কার্যতালিকায় এনে পুনরায় আদেশ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

universel cardiac hospital

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী ও জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

আদালত সূত্রে জানা যায়, সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার হাইকোর্টের ওই বেঞ্চের বিচারিক ক্ষমতা হচ্ছে ২০১৬ সাল থেকে ২০১৯ সালের পুরোনো মামলা নিষ্পত্তি করা। কিন্তু বুধবার আদালত পুরোনো মামলা নিষ্পত্তি করার পর ফৌজদারি মোশন ক্ষমতা প্রয়োগ করে জামিন সংক্রান্ত ৭৫টি আদেশ দেন। পরে আদালত বুঝতে পারেন বুধবারের বিচারিক এখতিয়ারের বাইরে তারা ৭৫টি আদেশ দিয়েছেন। এ কারণে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই ৭৫টি মামলা বৃহস্পতিবারের কার্যতালিকায় এনে বুধবারের আদেশ রিকল করেন।

শেয়ার করুন