১০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
সংগৃহীত ছবি

১০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করা হয়। এর আগে বিকেল ৫টার দিকে গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, নেত্রকোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা ট্রেনটি বিকেল ৫টার পর শ্রীপুর রেলস্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। ওই অবস্থায় ট্রেনটি স্টেশনের ২ নং লাইনে এসে দাঁড়ায়। পরে ট্রেনের চালক আমিনুল ইসলাম ইঞ্জিনটিকে ঘুরিয়ে পেছনের নেওয়ার চেষ্টা করলে শ্রীপুর রেলস্টেশনের দক্ষিণ পাশের হোম সিগন্যালের কাছাকাছি যেতেই চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

universel cardiac hospital

স্টেশন মাস্টার হারুন অর রশিদ বলেন, বলাকা ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়। সেখান থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টার পর রাত সাড়ে ৩টার দিকে ইঞ্জিনটি উদ্ধার করে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ট্রেন লাইনের ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস আশপাশে স্টেশনগুলোতে যাত্রা বিরতি করে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইঞ্জিন উদ্ধারের পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

শেয়ার করুন