রাজধানীতে ঘণ্টায় ৮৩ কিমির কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদক

দাবদাহে গরমে অতিষ্ঠ হওয়ার পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি নেমেছে। তবে বৃষ্টির সঙ্গে বছরের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখীও বয়ে গেছে। রাজধানীতে ঘণ্টায় ৮৩ কিলোমিটার গতিতে বয়ে যাওয়া এই কালবৈশাখীর সঙ্গে মিরপুরসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ বিকেল থেকে রাতের মধ্যে রাজধানীতে আরও এক থেকে দুটি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টিও রাত পর্যন্ত চলতে পারে।

universel cardiac hospital

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ বেলা তিনটা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর বাতাসের গতি সবচেয়ে বেশি পাওয়া গেছে বেলা ৩টা ১৮ মিনিটে—ঘণ্টায় ৮৩ কিলোমিটার গতিতে কালবৈশাখী বয়ে গেছে। মিরপুর, উত্তরাসহ রাজধানীর অনেক এলাকায় শিলা পড়েছে।

আবহাওয়াবিদেরা বলছেন, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ও রাত ৯টা থেকে ১১টার মধ্যে রাজধানীর ওপর দিয়ে আরও দুই দফা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর মাঝখানের সময়টিতে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। দেশের মধ্যাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলেও ঝড়-বৃষ্টির আশঙ্কা আছে।

শেয়ার করুন