ইউক্রেনে যুদ্ধের মধ্যে মস্কো ও কিয়েভ সফর করতে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
রাশিয়ার বার্তাসংস্থা তাস এ তথ্য জানায়।
খবরে বলা হয়, জাতিসংঘের মহাসচিব মস্কো সফর করবেন ২৬ এপ্রিল। আর কিয়েভ সফর করবেন ২৮ এপ্রিল।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করার জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মস্কো সফর করবেন ২৬ এপ্রিল। ওনাকে অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এদিকে গুতেরেসের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব ২৮ এপ্রিল ইউক্রেন সফর করবেন।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে বৈঠক করবেন। তাকে অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া তিনি ইউক্রেনীয়দের জন্য মানবিক সহায়তা বাড়াতে জাতিসংঘের সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে ১৯ এপ্রিল জাতিসংঘে রাশিয়া ও ইউক্রেনের স্থায়ী মিশনে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির উদ্দেশে চিঠি লিখে তাকে অভ্যর্থনা জানানোর বার্তা পাঠান গুতেরস।