রুশ ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা, দেউলিয়া হলো ডাচ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের একটি আদালত আমস্টারডাম ট্রেড ব্যাংককে (এটিবি) দেউলিয়া ঘোষণা করেছেন। দেশটির সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল ডাগব্লাডের বরাতে এ তথ্য জানায় রুশ সংবাদমাধ্যম তাস।

ব্যাংকটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন রুশ ব্যবসায়ী মিখাইল ফ্রিডম্যান ও পিওতর আভেন। যাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ দুই ব্যবসায়ী ওই ব্যাংকের ৪২ শতাংশ শেয়ারের মালিক।

universel cardiac hospital

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞার কারণে ব্যাংকটি গুরুতর ক্ষতির শিকার হয়েছে। কারণ, অনেক প্রতিপক্ষ ও অন্য ব্যাংক প্রতিষ্ঠানটিকে বয়কট করেছে।

দেউলিয়া হয়ে যাওয়ার কারণে এ ব্যাংকের ২৬ হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত হবেন। যার অধিকাংশই নেদারল্যান্ডসের বাসিন্দা। যারা সম্মিলিতভাবে ব্যাংকটিতে কয়েকশ’ মিলিয়ন ইউরো জমা রেখেছিলেন।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কিছু দেশ। এতে রুশ ব্যবসায়ীরা নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন।

শেয়ার করুন