৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, বাড়বে তাপপ্রবাহ

ডেস্ক রিপোর্ট

ঝড়
ফাইল ছবি

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের আট বিভাগে কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তিনি জানান, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানায়, আজ থেকে সারা দেশে আবার তাপমাত্রার পারদ বাড়তে থাকবে। রাজধানীতে তাপমাত্রা ৪ ডিগ্রি বেড়ে ২৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। খুলনায় আজ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৭ ডিগ্রিতে, বরিশালে তাপমাত্রা আজ বাড়তে পারে ২ ডিগ্রি। গতকাল শুক্রবার দেশের সবো‌র্চ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও রাজশাহীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহনাজ সুলতানা বলেন, রাজধানী ঢাকাসহ, রাজশাহী, বগুড়া, পাবনা এসব এলাকায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে। রাতেও এই তাপমাত্রা অব্যাহত থাকবে। আরো কয়েক দিন দেশের কোথাও কোথাও বৃষ্টির দেখা মিলবে। সঙ্গে হবে কালবৈশাখী।

শেয়ার করুন