র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব এবং এই বাহিনীর প্রাক্তন ও বর্তমান ৬ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত এ বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে। যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ ভারতীয় বসবাস করে। তারাও তাদের সরকারকে বলেছে। এটি হয়েছে শুধু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে।

মঙ্গলবার বিকালে নিজ দপ্তরে মোমেন সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় নিষেধাজ্ঞার বিষয়ে সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তার দেশের যে অবস্থানের কথা জানিয়েছে সেবিষয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন, সুনির্দিষ্ট পদক্ষেপ এবং বাহিনীর সদস্যদের জবাবদিহি নিশ্চিত না হলে র‌্যাবের বিরুদ্ধে তার দেশের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ঠিক আছে। বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা যে বিষয়টি বলছে সেটি হচ্ছে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা ম্যাকানিজম র‌্যাবের অভ্যন্তরে রয়েছে। এই বাহিনীর অনেকেই শাস্তি পায়। কিন্তু এই বার্তাটি যুক্তরাষ্ট্রের কাছে ঠিকমতো পৌঁছায় না।

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের দাওয়াত দিতে আসছেন জানিয়ে মোমেন বলেন, এর আগে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু এবার হয়তো তারিখসহ আমন্ত্রণ জানানো হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বেশকিছু বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে তিস্তা নদীর পানি বণ্টনসহ সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্যবিষয়ক বিভিন্ন অমীমাংসিত বিষয়ও রয়েছে।

শেয়ার করুন