নিউমার্কেটে সংঘর্ষ : অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা

মহানগর প্রতিবেদক

গত ১৯ এপ্রিল ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সময় অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়
গত ১৯ এপ্রিল ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সময় অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। সংগৃহীত ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় গত ১৯ এপ্রিল ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সময় একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। সেই ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ ম কাইয়ুম মামলার বিষয়টি জানান। তিনি বলেন, গত ২৩ এপ্রিল মামলা হয়েছে। অ্যাম্বুলেন্সের মালিক মোহাম্মদ সুমন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

universel cardiac hospital

এ নিয়ে নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে পাঁচটি মামলা হয়েছে। এরমধ্যে পুলিশ বাদী হয়ে দুইটি মামলা করেছে। এছাড়া দুইটি হত্যা মামলা হয়েছে।

গত ১৯ এপ্রিল দুপুরে সংঘর্ষের সময় আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। সেসময় রোগীসহ ছয়জন আহত হন।

শেয়ার করুন