ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র নিয়ে জয়শঙ্কর এ সফর করছেন। আগামী জুন মাসের শেষ দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া, টানা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তাব রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

universel cardiac hospital

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, সফরকালে জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে উচ্চপর্যায়ে ঘন ঘন সফর বিনিময়ের অংশ হিসেবে জয়শঙ্করের সফরকে বিবেচনা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বাংলাদেশ সফর ২০২১ সালের মার্চে অনুষ্ঠিত হয়।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত সোমবার নয়াদিল্লিতে গণমাধ্যমকে জানিয়েছেন, জয়শঙ্কর এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।

ঢাকায় কূটনৈতিক সূত্রে জানা যায়, জয়শঙ্কর বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন। বিকাল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে।

রাতে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করবেন। আগামীকাল শুক্রবার সকালে জয়শঙ্কর ঢাকা ত্যাগ করবেন।

শেয়ার করুন