ইয়েমেনে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরকে স্বাগত জানিয়েছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

অন্তবর্তীকালীন বাধ্যতামূলক কাজগুলো সম্পন্ন করার জন্য রাশাদ আল-আলিমির নেতৃত্বে রাষ্ট্রপতির নেতৃত্বাধীন কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

বাসস জানায়, বাংলাদেশ আশা প্রকাশ করেছে, সব পক্ষ ইয়েমেনে সংঘাতের অবসানের জন্য একটি ব্যাপক ঐকমত্যে পৌঁছানোর জন্য রাজনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাওয়ার এই সুযোগটি গ্রহণ করবে। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সব প্রয়াসে সমর্থন দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।

universel cardiac hospital

মন্ত্রণালয় আরো বলেছে, সংবিধান, উপসাগরীয় উদ্যোগ ও এর নির্বাহী ব্যবস্থা অনুযায়ী কাউন্সিলের কাছে রাষ্ট্রপতির পূর্ণ ক্ষমতা অর্পণের বিষয়ে অগ্রগতি হওয়ায় বাংলাদেশ প্রশংসা ব্যক্ত করেছে।

শেয়ার করুন