ঈদযাত্রার শেষ দিন : যাত্রীদের চাপ নেই শিমুলিয়া ঘাটে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ফেরিঘাট

গত তিন দিন মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ছিল ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। ঈদযাত্রার শেষ দিন আজ সোমবার এ ঘাটে যাত্রীদের চাপ নেই। অনেকটাই ফাঁকা দক্ষিণ-পশ্চিমবঙ্গের ২১ জেলার ব্যস্ত এ রুট।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার কোনো ভোগান্তি ছাড়াই পদ্মা পাড়ি দিচ্ছে দক্ষিণ-পশ্চিমবঙ্গের ২১ জেলার ঘরমুখী মানুষ।

universel cardiac hospital

শিমুলিয়া খাটের নদীবন্দর কর্মকর্তা মো. সোলাইমান বলেন, শিমুলিয়া ঘাট থেকে ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট চলছে। শেষরাতে ঝড়-বৃষ্টির কারণে আবহাওয়া পর্যবেক্ষণ করে সকাল ৬টা থেকে লঞ্চ চলাচলের কথা থাকলেও ১৫ থেকে ২০ মিনিট পরে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঘাটে এখন তেমন যাত্রীর চাপ নেই।

ঘাটে কোনো গাড়ি অপেক্ষমাণ নেই বলে জানিয়েছেন শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ।

উল্লেখ্য, রোববার দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার।

শেয়ার করুন