ঈদের দিনে দুর্ঘটনা-বজ্রপাত-সংঘর্ষে ২৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

বজ্রপাত
বজ্রপাত। ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের দিন মঙ্গলবার সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে কুমিল্লায় ৩ জন, ময়মনসিংহে ৩ জন, সিরাজগঞ্জে একজন, মাদারীপুর একজন, টাঙ্গাইলে দুজন ও মানিকগঞ্জে একজন রয়েছেন। সকাল থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

একই দিন বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাগেরহাটে একজন, হবিগঞ্জে দুজন, নোয়াখালীতে একজন, মেহেরপুরে একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও টাঙ্গাইলে তিনজন রয়েছেন। এছাড়া দুই পক্ষের সংঘর্ষে ফরিদপুরে দুজন ও শরীয়তপুরে একজন নিহত হয়েছে।

universel cardiac hospital

সড়ক দুর্ঘটনায় নিহতের খবর

কুমিল্লা

কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে একজন ও প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হন।

দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-মাধাইয়া এলাকার সোহেল (২৫), মাখাইয়ায় এলাকার নাজমা বেগম (৪৬) ও বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার মৃত সিরাজুল হক তালুকদারের ছেলে মঞ্জুরুল হক তালুকদার (৩৫)।

ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইলে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মে) দিনগত মধ্যরাত থেকে ঈদের দিন সকাল ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি কুড়েরপাড় গ্রামের আ. মালেক মাস্টারের ছেলে আল মামুন (২৫), একই উপজেলার আচাঁরগাও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৪) ও ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আ. ছামাদের ছেলে জাকারিয়া মিয়া (২০)।

টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বিকেলে উপজেলার রুপশান্তি কুচামারা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের রিপন ওরফে আলামিন (১৬) এবং রিপন (১৬)। আহতের নাম আমিনুল ইসলাম (১৪)।

মানিকগঞ্জ

মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মহিদুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিদুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার সরুন্ডি এলাকার মহিদুর রহমান বাসিন্দা।

মাদারীপুর

মাদারীপুরের রাজৈরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে রোমান মিনা (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান উপজেলার তাতিকান্দা গ্রামের নান্নু মিনার ছেলে। সে টেকেরহাট পপুলার হাইস্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার পরিবার স্বরমঙ্গল গ্রামে বসবাস করে।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর অ্যাপ্রোচে ধাক্কা লেগে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই কিশোর। সন্ধ্যায় উপজেলার তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের ধোপাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মেহেদি হাসান (১৭)। সে উপজেলার পাড়িল গ্রামের আবু বক্কারের ছেলে।

বজ্রপাতে নিহতের খবর

টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে গোসল করার সময় বজ্রপাতে তিন কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে নদীর পাড়ে থাকা আরও দুজন। সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঈদের নামাজ শেষে কবর জিয়ারত করতে গিয়ে বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে পৌর এলাকার খরমপুর শাহ সৈয়দ গেছুদারাজ কেল্ল শহীদ মাজারের কবরস্থানে এ ঘটনা ঘটে।

নিহত রনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন।

মেহেরপুর

মেহেরপুরে বজ্রপাতে আব্দুর রাজ্জাক নামের কৃষকের (৫৩) মৃত্যু হয়েছে। একই ঘটনায় মন্টু (৪৮) নামের একজন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে জিহাদ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। দুপুর সাড়ে ১২টার দিকে বয়ারচর ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে।

হবিগঞ্জ

হবিগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় পৃথক সময়ে বজ্রপাতে তারা মারা যান। নিহত ব্যক্তিরা হলেন-শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লাদিয়া গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে সারাজ মিয়া ও আজমিরীগঞ্জ উপজেলার শাহজাহান মিয়া (৬০)।

বাগেরহাট

বাগেরহাটের মোংলায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আগা মাদুরপাল্টা গ্রামের বাসিন্দা মহির শেখ (৬৫)। সকালে উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে।

শেয়ার করুন