মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় পশুচিকিৎসক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় সন্তান প্রসব করানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় পশুচিকিৎসক আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই প্রসূতির স্বামীর করা মামলায় গ্রেপ্তার করে তাকে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গঠন করা কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

universel cardiac hospital

গত বুধবার বেলা দুইটার দিকে বারহাট্টার চন্দ্রপুর গ্রামে পশুচিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করাতে গিয়ে প্রসূতি শরীফা আক্তার (২০) ও তাঁর নবজাতকের মৃত্যু হয়। শরীফা চন্দ্রপুর গ্রামের হাইছ উদ্দিনের মেয়ে। গত বছর সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার নামাগাঁও গ্রামে মহসিন মিয়ার সঙ্গে শরীফার বিয়ে হয়।

অভিযুক্ত পশুচিকিৎসক আবুল কাশেম একই উপজেলার জীবনপুর গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় পশুচিকিৎসার পাশাপাশি মানুষের চিকিৎসাও করেন। আবুল কাশেমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল।

শেয়ার করুন