মুহিতের জন্য দোয়া মাহফিল শনিবার

নিজস্ব প্রতিবেদক

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংগৃহীত ছবি

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুলখানি ও দোয়া মাহফিল শনিবার (৭ মে) বাদ আছর গুলশানস্থ আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে সবাইকে কুলখানি ও দোয়া মাহফিলে অংশ নেওয়া জন্য অনুরোধ জানানো হয়েছে।

universel cardiac hospital

গত ২৯ এপ্রিল দিনগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল মাল আবদুল মুহিত মারা যান। বর্ষীয়ান এ রাজনীতিকের বয়স হয়েছিল ৮৮ বছর।

বিশিষ্ট অর্থনীতিবিদ মুহিত ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একাধারে লেখক, কূটনীতিক ও গবেষক হিসেবেও পরিচিত ছিলেন।

১৯৩৪ সালে সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মুহিত। তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের নেতা আবু আহমদ আবদুল হাফিজের দ্বিতীয় ছেলে মুহিত। তার মা সৈয়দ শাহার বানু চৌধুরীও রাজনীতিতে সক্রিয় ছিলেন।

শেয়ার করুন