‘ভারতে করোনায় মৃত্যু সরকারি হিসাবের তুলনায় ১০ গুণ বেশি’

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণের মহামারিতে ভারতে ৪৭ লাখের বেশি মানুষ মারা গেছেন, যা দেশটির সরকারের দেওয়া মৃত্যুর হিসাবের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রকাশিত নতুন প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে পাঁচ লাখের কিছু বেশি মানুষের। ডব্লিউএইচও নতুন এই হিসাব দেওয়ার পর এ নিয়ে প্রশ্ন তুলেছে ভারত সরকার। তারা বলেছে, প্রতিবেদন তৈরির প্রক্রিয়া নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। যদিও করোনায় প্রকৃত মৃত্যু নিয়ে করা অন্য গবেষণাগুলোতেও মোটামুটি একই তথ্য উঠে এসেছে।

২০২০ সালের নভেম্বরে ভারত সরকারের কাছে করোনায় মৃত্যুর সংখ্যা জানতে চায় ওয়ার্ল্ড মর্টালিটি ডেটাসেট। সংস্থাটি বিশ্বব্যাপী বিভিন্ন ঘটনায় মারা যাওয়া মানুষের তালিকা তৈরি করে।

কিন্তু ওই সময় ভারতের কাছে তথ্য জানতে চাওয়া হলেও দেশটির সরকারি পরিসংখ্যান অফিস গবেষকদের জানায়, এ বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের নিয়ে তালিকা তৈরির কাজ করেন এরিয়েল কারলিনস্কি। তিনি এসব তথ্য ডব্লিউএইচওকে সরবরাহ করেন।

শেয়ার করুন