আফগানিস্তানে নারীদের বোরকা বাধ্যতামূলক, নির্দেশ তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা দেশটির নারীদের ঘরের বাইরে সম্পূর্ণ শরীর ঢাকা বোরকা পরার নির্দেশ দিয়েছেন। শনিবার এ আদেশ জারি করেন তিনি। গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখল করার পর নারীদের ওপর কঠোর বিধিনিষেধ জারির ধারাবাহিকতায় নতুন এ নিয়ন্ত্রণ আরোপ হলো। খবর এএফপির।

হাইবাতুল্লাহ আখুন্দজাদার জারি করা আদেশটি শনিবার কাবুলের এক অনুষ্ঠানে প্রকাশ করেছে তালেবান কর্তৃপক্ষ। আদেশে বলা হয়, তাদের (নারীদের) উচিত চাদরি (মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ঢেকে থাকা বোরকা) পরা। এটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ পোশাক।

universel cardiac hospital

আদেশে আরও বলা হয়, যেসব নারী খুব বেশি বয়স্ক নন, আবার তরুণও নন, তাদেরকে অবশ্যই শরিয়া নির্দেশ অনুযায়ী চোখ ছাড়া পুরো মুখ ঢেকে রাখতে হবে। যেন মাহরাম (কাছের সম্পর্কের প্রাপ্তবয়স্ক পুরুষ স্বজন) ছাড়া অন্য পুরুষদের সঙ্গে দেখা হওয়ার সময় তারা আকর্ষণ এড়াতে পারেন।

তালেবান প্রধানের ওই আদেশে উল্লেখ করা হয়েছে, নারীদের যদি বাইরে কাজ না থাকে, তাদেরকে বাড়িতে অবস্থান করাই ভালো।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীনও নারীদের ওপর একই ধরনের কড়াকড়ি আরোপ করেছিল তালেবান।

শেয়ার করুন