হাজি সেলিমের বিরুদ্ধে দুদকের আপিল

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের মামলায় তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সাজা থেকে সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে খালাসের বিরুদ্ধে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিন বছরের সাজা থেকে হাজি সেলিমকে হাইকোর্ট খালাস দিয়েছিলেন। তার বিরুদ্ধে আমরা আপিল করেছি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাজি সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ গত ৯ মার্চ বহাল রাখেন হাইকোর্ট।

তবে একই মামলায় তথ্য গোপনের অভিযোগে তিন বছরের দণ্ড থেকে খালাস পান তিনি। পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
হাজি সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৪ অক্টোবর রাজধানীর লালবাগ থানায় মামলা করে দুদক। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে দুই ধারায় ১৩ বছরের কারা দণ্ডরাদরর বিচারিক আদালত।

শেয়ার করুন