প্রায় ৯৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বানেশ্বর বাজারে অবৈধভাবে মজুদ করে রাখা ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এ রমধ্যে সয়াবিন ও পাম তেল রয়েছে। এ ঘটনায় চার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে বাজারের চারটি গুদাম ও একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪৫৪ ব্যারেল তেল জব্দ করে রাজশাহী জেলা পুলিশ।

পুলিশ জানাচ্ছে, বানেশ্বরের সরকার অ্যান্ড সন্সের মালিক বিকাশ সাহার গুদামে ১৫ হাজার ৯৬ লিটার (৭৪ ব্যারেল), এন্তাজ স্টোরের মালিক এন্তাজ হাজির গুদামে ২৮ হাজার ৯৬৮ লিটার (১৪২ ব্যারেল), মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্সের মালিক কৈলেন পালের গুদামে ২১ হাজার ১২ লিটার (১০৩ ব্যারেল), রিয়া স্টোরের মালিক রাজিব সাহার গুদামে ১৫ হাজার ৩০০ লিটার (৭৫ ব্যারেল) তেল জব্দ করা হয়েছে। এ ছাড়া একটি ট্রাক থেকে ১২ হাজার ২৪০ লিটার (৬০ ব্যারেল) ভোজ্যতেল জব্দ করা হয়।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, এই চার ব্যবসায়ীর কেউই ডিলার নন। অবৈধভাবে মজুদ করেছেন তারা। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাগজপত্র যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন