এলডিপির মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এলডিপির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের ওপর গুলি ছোড়ার ঘটনায় করা মামলায় রেদোয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠান আদালত।

আজ ঢাকায় অনুষ্ঠিত এলডিপির প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাবেক মন্ত্রী রেদোয়ানের গাড়িতে হামলা হয়। আত্মরক্ষার্থে থানায় আশ্রয় নেওয়ার পরও গ্রেপ্তার দেখানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সভাপতি অলি আহমদ।

ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এই সরকারের হাতে বিরোধী দলের কোনো নেতাকর্মী নিরাপদ নন। রেদোয়ানের জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে তার ওপর হামলা চালানো হয়েছে।

শেয়ার করুন