গা ঢাকা দিচ্ছেন শ্রীলঙ্কার রাজনীতিবিদরা

আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়েছে সহিংসতা। যে রাজনীতিবিদদের এতো দিন নায়কের চোখে দেখা হতো, নজিরবিহীন সংকটে পড়া শ্রীলঙ্কার জনগণের চোখে তাদের মধ্যে অনেকেই এখন খলনায়ক।

জনরোষ থেকে বাঁচতে তাদের মধ্যে অনেকেই এখন লুকিয়ে রয়েছেন নিরাপদ আশ্রয়ে। সেখান থেকে বাইরে আসছেন না। বিশেষ করে, সরকারি দলের রাজনীতিবিদরা এখন তোপের মুখে। খবর বিবিসির।

universel cardiac hospital

জনরোষের মুখে পড়া শ্রীলঙ্কার রাজনীতিবিদরা এখন বিপদে রয়েছেন। তারা জনসম্মুখে আসছেন না। বিক্ষোভকারীদের বিরুদ্ধে শ্রীলঙ্কার মন্ত্রী-এমপিদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন মাহিন্দা রাজাপক্ষে। তাতেও জনরোষ কমেনি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশটিতে যারা জনগণের সম্পদ নষ্ট করবে কিংবা ব্যক্তিগতভাবে কারও ক্ষতি করবে, তাদের গুলি করার জন্য তিন বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে গুলির নির্দেশ দেওয়ার খবর অস্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষাপ্রধান ও সেনা কমান্ডার জেনারেল শাভেন্দ্র সিলভা।

বিবিসি জানায়, গত সোমবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সরকারবিরোধী বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার মোরাতুয়ার মেয়র সালমান লাল ফার্নান্দো এবং এমপি সনাৎ নিশান্ত, রমেশ পাথিরানা, মাহিপালা হেরাথ, থিসা কুত্তিয়ারাচ্চি ও নিমল লাঞ্জার সরকারি বাসভবনও পুড়িয়ে দিয়েছেন।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার পুদুজানা পেরামুনা দলের এমপিদের ওপর হামলা চালিয়েছেন। শ্রীলঙ্কার পুদুজানা পেরামুনা (এসএলপিপি) দলের কিছু কার্যালয়ও পুড়িয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন