ন্যাটো জোটে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র ফিনল্যান্ড। এটা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো।
বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে— ফিনল্যান্ডের অবশ্যই দায়িত্ব এবং পরিণতি সম্পর্কে সতর্ক থাকা উচিত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দিলে মস্কো প্রতিশোধ নিতে বাধ্য হবে বলেও বিবৃতিতে বলা হয়।
এর আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এস নিনিস্তো এবং প্রধানমন্ত্রী সানা মারিন এক যৌথ বিবৃতিতে বলেন, কালবিলম্ব না করে ফিনল্যান্ডের ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করা উচিত।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিনল্যান্ডের সম্ভাব্য অন্তর্ভুক্তি মস্কো-হেলিসিংকির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলবে। এই সম্পর্ক উত্তর ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষা করছে বলে দাবি করা হয়।
রাশিয়া হুঁশিয়ারি দিয়ে আরও বলছে, জাতীয় নিরাপত্তার হুমকি মোকাবিলায় সামরিক এবং কারিগরি উভয়ভাবে মস্কো প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য হবে।
সূত্র: সিএনএন